শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩৮ কোটি ৩৯ লাখ টাকা জমা দিলো গ্রামীণ টেলিকম। ছবি: সংগৃহীত
দিপা আক্তার
বিশেষ প্রতিনিধি
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩৮ কোটি ৩৯ লাখ ৪৯ হাজার ৭৭০ টাকার চেক হস্তান্তর করেছে গ্রামীণ টেলিকম। গ্রামীণটেলিকমের ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী কোম্পানির বাৎসরিক মোটলভ্যাংশের শূন্য দশমিক পাঁচ শতাংশ হারে এই পরিমাণ টাকার চেক দেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশশ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে এ টাকা জমা হবে। বাংলাদেশের সকল অঞ্চল ও স্তরের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিকশ্রমিক ও শ্রমিকের পরিবারের আর্থসামাজিক উন্নয়নে এ অর্থ ব্যয় হবে।
বুধবার (০৫ ফেব্রুয়ারী ) বাংলাদেশ সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়ে বলেন, শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) এর ২৩৬ ধারায় যথাসময়ে অর্থপ্রদান না করলে জরিমানাসহ অর্থ আদায়ের বিধান করা হয়েছে।তিনি আরো বলেন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলেরঅর্থ মৃত শ্রমিক পরিবারের সদস্যদেরকে অনুদান, ছাত্র বৃত্তি এবং শ্রমিকদের জরুরি চিকিৎসায় খরচ করা হবে।
প্রেস ব্রিফিংয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালকমো, মুনির হোসেন খান, গ্রামীণ টেলিকমের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।