ঢাকাSaturday , 8 February 2025
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের রাষ্ট্রদূত ও কিরগিজস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক

খান শুভ
February 8, 2025 7:31 am
Link Copied!

দিপা আক্তার

বিশেষ প্রতিনিধি

কিরগিজ রিপাবলিকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (তাসখন্দ, উজবেকিস্তানে আবাসিক) . মোহাম্মদ মনিরুল ইসলামএবং কিরগিজ রিপাবলিকের উপপররাষ্ট্রমন্ত্রী তেমিরবেক এরকিনভ এর সঙ্গে তাঁর কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আলোচনা হয়। বাংলাদেশ কিরগিজস্তানের মধ্যকারসাংস্কৃতিক ধর্মীয় যোগসূত্রের উল্লেখ করে দ্বিপক্ষীয় সম্পর্ককে বেগবান করতে রাষ্ট্রদূত . ইসলাম দুদেশের মধ্যে সরকারি বেসরকারি প্রতিনিধি পর্যায়ে সফর বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন। এক্ষেত্রে কূটনৈতিক সরকারি কর্মকর্তাদেরজন্য ভিসা ফ্রি ভ্রমণের জন্য প্রস্তাবিত চুক্তিটি সম্পাদনের বিষয়ে তিনি উপপররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। 

অর্থনৈতিক সহযোগিতাকে বাংলাদেশকিরগিজস্তান সম্পর্কের অন্যতম মূলভিত্তি হিসেবে আখ্যায়িত করে রাষ্ট্রদূত . ইসলাম সহযোগিতাকে আরো ফলপ্রসু করার লক্ষ্যে দুদেশের মধ্যে সরকারি পর্যায়ের যৌথ অর্থনৈতিক বাণিজ্যিককমিশন গঠনের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন। ব্যবসায়িক সহযোগিতা আদানপ্রদানকে আরো সহজ সাবলীল করার উদ্দেশ্যে দুদেশের চেম্বার এন্ড কমার্স এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে রাষ্ট্রদূত ইতিবাচকমতামত ব্যক্ত করেন। উপপররাষ্ট্রমন্ত্রী তেমিরবেক এরকিনভ দুদেশের সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বছরেদুপক্ষের সুবিধাজনক সময়ে কিরগিজস্তানের রাজধানী বিসকেকে ফরেন অফিস কনসাল্টেশন আয়োজনের ব্যাপারে তাঁরঅভিপ্রায় ব্যক্ত করেন।

অর্থনৈতিক সহযোগিতাকে আরো গতিশীল করার প্রয়াসে রাষ্ট্রদূতের প্রস্তাবনাসমূহকে স্বাগত জানিয়ে ট্যাক্সেশন, বিনিয়োগ পর্যটন খাতে প্রস্তাবিত চুক্তি বা সমঝোতা স্মারকসমূহ দ্রুততার সঙ্গে সম্পাদনের উপর জোর তাগিদ প্রদান করেন।কিরগিজস্তানে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থী এবং বিভিন্ন প্রজেক্টে নিয়োজিত কর্মীদের নিরাপত্তা কল্যান নিশ্চিতকরণেতিনি তাঁর সরকারের প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করেন।একই দিন শুক্রবার (০৭ ফেব্রুয়ারী ) রাষ্ট্রদূত . ইসলাম কিরগিজস্তানেরনেতৃস্থানীয় ব্যবসায়ী ব্যক্তিবর্গের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।