দ্য স্টার নিউজ ডেস্ক ,
যমুনা সেতুর দুই প্রান্তের রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে।রেলওয়ে সূত্র জানায়, আগে নাম ছিলবঙ্গবন্ধু সেতু পুর্ব ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম। পরিবর্তিত সিরাজগঞ্জ প্রান্তের নাম হচ্ছে সায়দাবাদ এবং টাঙ্গাইল প্রান্তের নাম হচ্ছেইব্রাহিমাবাদ।
আওয়ামী শাসনামলে নামকরণ করা যমুনা সেতুর দুই প্রান্তের রেলস্টেশনের নাম রেলওয়ের টিকিট কাটার ওয়েবসাইটে এখনআর দেখা যাচ্ছে না। ফলে আগের নামে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে স্টেশন খুঁজে পাবেন না টিকিট প্রত্যাশীরা। নতুননামেই টিকিট বুকিং দিতে হবে।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারী ) বাংলাদেশ রেলওয়ের একটি সূত্র জানান, অনলাইনে টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠানসহজ–সিনেসিস–ভিনসেন–জেভি যমুনা সেতুর দুইপ্রান্তের পূর্বের নাম সংশোধন করে নতুন নাম সংযোজন করেছে।স্টেশনগুলোর নতুন নাম গত ৪ ফেব্রুয়ারি থেকে অনলাইনে প্রদর্শিত হচ্ছে।ওয়েবসাইটে প্রবেশ করলেই একটি ছোট নোটিশচোখে পড়ে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলের দুইটি স্টেশনের নাম বঙ্গবন্ধু সেতুপশ্চিম ও বঙ্গবন্ধু সেতু পূর্ব পরিবর্তন হয়েছে। তাই বঙ্গবন্ধু সেতু পশ্চিমের পরিবর্তে সায়দাবাদ এবং বঙ্গবন্ধু সেতু পূর্বেরপরিবর্তে ইব্রাহিমাবাদ দিয়ে টিকেট কাটতে হচ্ছে ওয়েবসাইট থেকে।নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে যাত্রীদের পরিবর্তিতনামেই অনলাইনে সার্চ করে টিকিট সংগ্রহ করতে হবে৷