ঢাকাMonday , 10 February 2025
আজকের সর্বশেষ সবখবর

ডিবি পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি; ধানমন্ডি থানা কর্তৃক লুন্ঠিত মালামাল উদ্ধারসহ সংঘবদ্ধ ডাকাত দলের ১২ সদস্য গ্রেফতার

খান শুভ
February 10, 2025 2:38 pm
Link Copied!

দিপা আক্তার

বিশেষ প্রতিনিধি

রাজধানীর ধানমন্ডি মোহাম্মদপুরে ডিবি পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামাল উদ্ধারসহ সংঘবদ্ধ ডাকাতদলের ১২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ধানমন্ডি থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো১। মোঃ মঞ্জু (৪০), ২। সাইফুল ইসলাম (৪০), ৩। মোঃ রাসেল (২৮), ৪। মোঃ জাহিদ (২৪), ৫। মোঃজাকির প্রকাশ তৌহিদ (৪০), ৬। মোঃ ইসমাইল হোসেন (৩৩), ৭। মোঃ হিরা শেখ (৩৫), ৮। মো: রফিক (৩৫), ৯। মোঃবাধন (৩০), ১০। চাঁন মিয়া (৫৪), ১১। বেল্লাল চাকলাদার (৪৫) ১২। মোঃ আসলাম খাঁন (৪৫)

66.jpeg

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, জনৈক মোঃ আব্দুল কাদের পেশায় একজন ট্রাক ব্যবসায়ী। তার মালিকানাধীন চারটি ট্রাকরয়েছে। গত জানুয়ারি  সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় তার ট্রাক ড্রাইভার মোঃ নয়ন হেলপার মোঃ জামিরুল ইসলাম পামঅয়েল বোঝাই ৬০টি ড্রাম ট্রাকে নিয়ে চট্টগ্রাম হতে কুষ্টিয়ার ভেড়ামারার উদ্দেশে রওনা করে।

পথিমধ্যে গত জানুয়ারি রাত অনুমান ০৩.৩০ ঘটিকায় ধানমন্ডি মডেল থানাধীন মিরপুর রোডস্থ হোটেল আড্ডা এরসামনে জনের একটি ডাকাত দল দুটি মাইক্রোবাস যোগে ডিবি পুলিশ পরিচয়ে গতিরোধ করে সিগন্যাল দিয়ে ট্রাকটিআটকায়। অতঃপর মাইক্রোবাস হতে দুইজন ব্যক্তি লেজার লাইট ওয়াকিটকিসহ সাদা পোশাকে নেমে নিজেদের ডিবিপুলিশ পরিচয়ে ট্রাকের কাগজপত্র দেখতে চায়।

অতঃপর জোরপূর্বক পিস্তল ঠেকিয়ে ড্রাইভার হেলপারসহ তেলবাহী ট্রাকটি নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। পরে ড্রাইভার হেলপারকে জোর পূর্বক চেতনা নাশক ঔষধ সেবন করিয়ে হাত চোখ বেঁধে কেরানীগঞ্জের রসুলপুর এলাকায় ফেলে দেয়।

ঘটনার ট্রাক ব্যবসায়ী আব্দুল কাদের বাদী হয়ে গত জানুয়ারিঅজ্ঞাতনামা জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় একটিডাকাতির মামলা দায়ের করেন।

55.jpeg

উল্লেখ্য, অত্র মামলার ঘটনার ১৯ দিন পর গত ২২ জানুয়ারি রাত আনুমানিক ০৩.০০ ঘটিকার সময় একই কায়দায় ডাকাতদল মোহাম্মদপুর থানাধীন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ গেইটের সামনে থেকে ৭৫ ড্রাম সয়াবিন তেল বোঝাইএকটি ট্রাক ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সংক্রান্তে মোহাম্মদপুর থানায় একটি মামলারুজু করা হয়।

44.jpeg

মামলা তদন্তকালে ধানমন্ডি মডেল থানার একাধিক চৌকস দল গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িতদের অবস্থানশনাক্ত করে। এরপর গত ৩০ জানুয়ারি রাজধানীর মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মঞ্জু, সাইফুলইসলাম, মোঃ রাসেল জাহিদকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে (০৯ জানুয়ারি ) ডাকাতির মূলহোতা মোঃ জাকির প্রকাশ তৌহিদ কে ঢাকার কেরানীগঞ্জ আরশি নগর হতে, মোঃ ইসমাইল হোসেন, মোঃ হিরা শেখ, মো: রফিক কে ঢাকা কেরানীগঞ্জের ঘাটারচর হতে, মোঃ বাধনকে দক্ষিণ কেরানীগঞ্জ পানগাঁও হতে, চাঁন মিয়াকে মহাখালীএলাকা হতে, বেল্লাল চাকলাদারকে ঢাকার শনির আখড়া হতে এবং মোঃ আসলাম খাঁনকে মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকাহতে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত মোঃ আসলাম খাঁন এর স্বীকারোক্তি দেখানো মতে তার মুন্সিগঞ্জের বিসিক এলাকার গোডাউনহতে ১০ টি তেল ভর্তি ড্রাম যার ওজন ১৮৫০ কেজি বাজার মূল্য আনুমানিক দুই লক্ষ ৯৬ হাজার টাকা এবং ৩৬ টি খালিতেলের ড্রাম উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এছাড়াও গ্রেফতারকৃতদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদানোহা গাড়ি, একাধিক বাটন ফোন একটি লুন্ঠিত ট্রাক উদ্ধার করা হয়।

33.jpeg

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্নথানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, ডাকাতদলের মূল হোতা মো: জাকির প্রকাশতৌহিদ এর বিরুদ্ধে ১০টি, মো: জাহিদ এর বিরুদ্ধে আটটি, মোঃ হিরা শেখ রফিক এর বিরুদ্ধে ছয়টি করে, মো: মঞ্জুরেরবিরুদ্ধে পাঁচটি, মো: চাঁন মিয়ার বিরুদ্ধে চারটি মো: বেল্লাল চাকলাদারের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।গ্রেফতারকৃতরাডিবি পুলিশ পরিচয়ে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন জেলা শহরে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছে মর্মে প্রাথমিকজিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

তাদের বাড়ী দেশের বিভিন্ন জেলায়। ডাকাতির পূর্বে নিদিষ্ট জায়গায় একত্রিত হয়। তারা ডাকাতির সময় সাধারণত বাটনমোবাইল ফোন ব্যবহার করে। পরবর্তীতে ডাকাতি শেষে মোবাইল ফোন সীমসহ ফেলে দিয়ে নিজ নিজ এলাকায় ফিরে যায়।

11.jpeg

উক্ত ডাকাতির সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারসহ আরো লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।প্রসঙ্গত, গ্রেফতারকৃত আসামি মোঃ বেলাল চাকলাদার মতিঝিল ৯নং ওয়ার্ডের যুবলীগের সক্রিয় নেতা। তার নামেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি উত্তরা পশ্চিম থানায় আরেকটি হত্যা মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।