ঢাকাThursday , 13 February 2025
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎ খাতে ভুটানের সহযোগিতা চায় ঢাকা

খান শুভ
February 13, 2025 8:21 am
Link Copied!

বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল বুধবার ( ১২ ফেব্রুয়ারী ) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথেবিদায়ী সাক্ষাৎ করেন। ছবি: মন্ত্রণালয়


আরিফ খান শুভ

বিশেষ প্রতিনিধি

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বলেছেন, ভুটানের সাথে বিশেষ করে, বিদ্যুৎ বাণিজ্য ক্ষেত্রে আরোসহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে।মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে নিযুক্ত ভুটানের বিদায়ীরাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ ভুটানের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান রয়েছে।তিনিআরো বলেন, ভুটানই প্রথম দেশ, যারা বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ভুটান বাংলাদেশি জনগণের হৃদয়ে একটি বিশেষ স্থানঅধিকার করে আছে।

সময় রাষ্ট্রদূত কুয়েনসিল জোর দিয়ে বলেন, বাংলাদেশ এই অঞ্চলে ভুটানের একজন অবিচল অংশীদার এবং ভবিষ্যতেএই সহযোগিতা আরও জোরদার হবে বলে তিনি আস্থা প্রকাশ করেন।সাক্ষাৎকালে এই অঞ্চলের জনগণের বৃহত্তর কল্যাণের জন্য সার্ক বিমসটেকের মাধ্যমে ব্যাপক আঞ্চলিক সহযোগিতারগুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।