দ্য স্টার নিউজ ডেস্ক ,
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত১৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ) রাত ৮:৩৫ ঘটিকা হতে রাত ১১:৪৫ ঘটিকা পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী এই অভিযান পরিচালনা করাহয়।
গ্রেফতারকৃতরা হলো–
১। মোঃ শফিকুল ইসলাম (২০)
২। মোঃ তানভির হোসেন (২২)
৩। মোঃ নাইম মোল্লা (২০)
৪। মোঃ নাহিদ হোসেন (২০)
৫। মোঃ রিপন ইসলাম(২০)
৬। মোঃ সাকিব(২৫)
৭। মোঃ সায়েম (১৮)
৮। নুর মোহাম্মদ (২৪)
৯। মোঃ কাওসার (২০)
১০। মোঃ রমজান (২৫)
১১। মোঃ সুজন খা (৩০)
১২। শাহিন মুন্সি (৪০) ও
১৩। মোঃ সাহেদ খান (৩৫)।
কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, ডিএমপির লালবাগ বিভাগের উপ–পুলিশ কমিশনার এর দিক নির্দেশনায় লালবাগজোনের সহকারী পুলিশ কমিশনার, কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ ও কামরাঙ্গীরচর থানার চৌকস টিম কর্তৃককামরাঙ্গীরচরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।থানা সূত্রআরো জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।