ঢাকাMonday , 17 February 2025
আজকের সর্বশেষ সবখবর

পল্লবীতে চাঞ্চল্যকর আলী আকবর হত্যা মামলার চার এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

খান শুভ
February 17, 2025 1:54 pm
Link Copied!

দ্য স্টার নিউজ ডেস্ক ,

রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর আলী আকবর হত্যাকান্ডের ঘটনায় রুজুকৃত মামলার এজাহারনামীয় চার আসামিকেগ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো

১। মোহন মিয়া (৬৫)

২। রানা (২২)

৩। ফয়সাল (১৯)

৪। পিয়ারা বেগম (৫৫)

শনিবার (১৫ ফেব্রুয়ারি ) রাত ০৯:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সাভারের শাহীবাগ এলাকায় অভিযানপরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তারিখ বেলা ০৩:১০ঘটিকায় পারিবারিক দ্বন্দ্বের জের ধরে পল্লবীর বাউনিয়াবাধ মনিপুরি পাড়া এলাকায় মোহন, রানা, ফয়সাল, পিয়ারা তাদের সহযোগীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত মারধর করে আলী আকবরকে গুরুতর আহত করে।

পরবর্তীতে গুরুতর আহত আলী আকবরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঘোষণা করেন। ঘটনায় আলী আকবরের বড় বোন বাদী হয়ে (১৬ সেপ্টেম্বর) তারিখ পল্লবী থানায় একটি হত্যা মামলাদায়ের করেন।থানা সূত্রে আরও জানা যায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থানা পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে তৎপরতাশুরু করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তায় সাভারের শাহীবাগ এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িতএজাহারনামীয় মোহন, রানা, ফয়সাল পিয়ারাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।