নুর ইসলাম নিরব
স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে ১১ জনসহ পুলিশের বিভিন্ন মামলায় ২৮ জন গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার রাত থেকে রবিবার (১৬ ফেব্রুয়ারী ) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরগ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলার অভিযুক্ত আসামী ১১জন। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্টসহ মামলার অভিযুক্ত আসামী ১৭ জনসহ মোট ২৮ জনকে গ্রেপ্তার করেছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারী ) বিকেল ৫টায় গ্রেপ্তারের এ বিষয়টি জনকণ্ঠের এ প্রতিবেদনকে নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলাগোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী। তিনি জানান, নারায়ণগঞ্জে অপারেশন ডেভিলহান্ট অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ১১ জন গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিও পরিকল্পনাকারী।
অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারকৃতরা হচ্ছে–
০১.বৈষম্য মামলায় গ্রেফতার সদর থানার ১৮ নং ওয়ার্ড যুবলীগের নেতা শাকিল হোসেন (৩৭)
০২.ফতুল্লা থানার ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাজ্জাক (৪৫)
০৩.ছাত্রলীগের সক্রিয় সদস্য মোহাম্মদ আলী (৩৬)
০৪.সিদ্ধিরগঞ্জ থানায় বন্দর থানা জাতীয় পার্টির সহ সভাপতি মোহাম্মদ আলী (৩৬)
০৫.নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য রাব্বী (২৩)
০৬.বন্দর থানায় ২৩ নং শ্রমিক লীগের সভাপতি লিটন মিয়া (৪৮)
০৭.রূপগঞ্জ থানায় দাউদপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি বাচ্চু মোল্লা (৫০)
০৮.আড়াইহাজার থানায় রুবেল মিয়া (৩১)
০৯.বাবুল (৬০),
১০.সোনারগাও থানায় আওয়ামীলীগের কর্মী মজিবর রহমান (৬০)।
এছাড়াও পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্টসহ মামলার অভিযুক্ত ১৭ জনসহ ২৮ জনকে গ্রেপ্তার করেছে বলে তিনি জানান।