দ্য স্টার নিউজ ডেস্ক ,
রাজধানীর মোহাম্মদপুর এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
রবিবার (১৬ ফেব্রুয়ারি ) দুপুর ১২:০০ ঘটিকা হতে সোমবার (১৭ ফেব্রুয়ারি ) দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্ত এই বিশেষ অভিযানপরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলো–
১। নুরনবী (২১)
২। রুবেল(৩৫)
৩। মুছা(২৪)
৪। রবিউল (১৯)
৫। মোহাম্মদ উল্লাহ (৫০)
৬। সচিন(৩২)
৭। হাফিজ (২৫)
৮। নিহাল(৩৯)
৯। মামুন(২২)
১০। মোসলে(২৬)
১১। মাসুদ (২৯)
১২। মাইদুল(৫২)
১৩। সাব্বির (২০)
১৪। আসলাম(৩০)
১৫। আল আমিন (৩০)
১৬। মিজানুর রহমান (২৮)
১৭। রিপন(২৮)
১৮। ফরহাদ(৩৫)
১৯। ময়না(৩৩)
২০। ডলি(৩৬)
২১। সিমা(৩৫) ও
২২। শাহনাজ (২৫)।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, থানার কয়েকটি চৌকস টিম কর্তৃক মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এইঅভিযান পরিচালনা করে ২২ জনকে গ্রেফতার করা হয়।থানা সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পেশাদারচোর, চাঁদাবাজ, সক্রিয় ছিনতাইকারী, মাদক কারবারি, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।গ্রেফতারকৃতদের বিজ্ঞআদালতে প্রেরণ করা হয়েছে।