নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আটক হওয়া যুবলীগ নেতা শাহাদাৎ। ছবি : সংগৃহীত
নুর ইসলাম নিরব
স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লা থেকে যুবলীগ নেতা শাহাদাৎকে (৫০) আটক করেছে র্যাব–১১। সোমবার (১৭ফেব্রুয়ারি) দুপুরে বিকেলে ফতুল্লা থানাধীন কায়েমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত যুবলীগ নেতাশাহাদাৎ ফতুল্লা থানাধীন কায়েমপুর এলাকার ফকির চাঁনের ছেলে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব–১১ এরঅতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম।
র্যাবের এ কর্মকর্তা বলেন, র্যাব–১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানাধীন কায়েমপুর এলাকায়অভিযান পরিচালনা করে তাকে আটক করে র্যাব-১১। পতিত সরকারের আমলে নাশকতা করার অভিযোগে একাধিকমামলায় তাকে এজাহারভুক্ত করা হয়েছে। এর মধ্যে ফতুল্লা থানায় তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একটি মামলায়এজাহারভুক্ত তিন নম্বর আসামি করা হয়েছে। আসামিকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথআইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।