দ্য স্টার নিউজ ডেস্ক ,
রাজধানীর বংশাল, কোতয়ালী এবং সূত্রাপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবন এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশহিসেবে ব্লক রেইড পরিচালনা করে গত ২৪ ঘন্টায় পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেফতারকরেছে ডিএমপির লালবাগ বিভাগের বংশাল, কোতয়ালী এবং সূত্রাপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো–
১। মোঃ সাইফুল আহমেদ (৪০)
২। মোঃ রবিন হোসেন (৩২)
৩। মোঃ মাহামুদ হাকিম (৪৪)
৪। মোঃ সোহেল ওরফে দিলু (৪৬)
৫। মোঃ সাগর (২২)
৬। মোঃ মোরশেদ আলম (৪৫)
৭। মিতুল হোসেন মহিত (১৯)
৮। রোহান আহমেদ টিপু (২১)
৯। মোঃ ইসমাইল হোসেন (৪০)
১০। মোঃ রনি (৩৫)
১১। মোঃ সিফাত (২১)
১২। অবিনাশ রায় (৪৮)
১৩। মোঃ সাজ্জাদ খান(২০)
১৪। মোঃ মামুন মিয়া(১৯)
১৫। মোঃ ইমন হোসেন(১৯)
১৬। মোঃ সাজু (১৯)
১৭। রিয়াজ শেখ(১৯)
১৮। মোঃ শাহীন(১৯)
১৯। মোহাম্মদ আলী (২৫)
২০। মোঃ সোহেল (৩৫)
২১। মোঃ আব্দুল মান্নান বেপারী (৩৮)
২২। মোঃ শামীম (৩৩)
২৩। মোঃ ইয়াসিন (৩৩) ও
২৪। মাহাতাব আকন শাহিল(২২)।
ডিএমপির লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১৭ ফেব্রুয়ারি ) বংশাল, কোতয়ালী এবং সূত্রাপুর থানাধীন বিভিন্নঅপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে ব্লক রেইড পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৪জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর, সাজাপ্রাপ্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।