দ্য স্টার নিউজ ডেস্ক ,
রাজধানীর উত্তরায় বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের ৬৪ বোতল মদসহ এক মাদক কারবারিকেগ্রেফতার করেছে ডিএমপির ডিবি–উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতের নাম মোঃ তাজরুল (২৯)
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ) ভোর ০৪:৪০ ঘটিকায় উত্তরার ৫নং সেক্টরে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতারকরা হয়।ডিবি–উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উত্তরার ৫নং সেক্টরেরএকটি বাসায় বিপুল পরিমাণ বিদেশী মদ রয়েছে।
এমন তথ্যের ভিত্তিতে ডিবি–উত্তরা বিভাগের একটি চৌকস আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানেউক্ত বাসা থেকে বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের ৬৪ বোতল মদ উদ্ধার করা হয় এবং তাজরুল নামের এক মাদক কারবারিকেগ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, গ্রেফতারকৃত তাজরুল দীর্ঘদিন ধরে অবৈধমাদক ব্যবসার সাথে জড়িত। সে বিভিন্ন সময়ে নিজ হেফাজতে বিভিন্ন ব্র্যাসন্ডের ছোট বড় বিদেশী মদ রেখে বিভিন্ন ব্যক্তিরনিকট গোপনে বিক্রয় করতো।
উদ্ধারকৃত এসব মদ সে বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।