ঢাকাThursday , 20 February 2025
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, আটক ২

খান শুভ
February 20, 2025 8:15 am
Link Copied!

দ্য স্টার নিউজ ডেস্ক ,

নারায়ণগঞ্জের বন্দরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করারঅভিযোগ করে দুই শ্রমিককে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বন্দরের সোনাকান্দা নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসলিমিটেডের ভেতর ঘটনা ঘটে। পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসন গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সেই সঙ্গে অবরুদ্ধ দুই শ্রমিককে তাদের হেফাজতে নেন।

আটক দুই শ্রমিক হলেন

.অমৃত সূত্রধর (৪২)

.সঞ্জিত সূত্রধর (৪০)

তারা দুজনেই বন্দর থানার সোনাকান্দা এলাকার নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডেকর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডকইয়ার্ড শ্রমিক অমৃত চন্দ্র সূত্রধর সঞ্জিত চন্দ্র সূত্রধর সামাজিক যোগাযোগ মাধ্যমসহডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের সাধারণ শ্রমিকদের সামনে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্যকরেন।

ঘটনায় সাধারণ শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে তাদের অবরুদ্ধ করে রাখেন। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, নবীজীকে কটূক্তির অভিযোগে দুইজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় তদন্তচলছে। 

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।এখনো তাদের গ্রেপ্তার দেখানো হয়নি।তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।