নুর ইসলাম নিরব
স্টাফ রিপোর্টার
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধেজড়িত ১২ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো–
১। ইউসুফ (২১)
২। অন্তর (২২)
৩। আজিজুল (২২)
৪। মানিক (২৭)
৫। মাহাবুব (১৮)
৬। আনোয়ার ওরফে কজি আনোয়ার (৩৫)
৭। মন্নান (২৪)
৮। শিহাব (২৩)
৯। হাসান (২৪)
১০। বাঁধন (২০)
১১। রুবেল (৩২) ও
১২। নুর হোসেন (২২)।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষঅভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিতমাদক কারবারি, ছিনতাইকারী, চাঁদাবাজ, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।