দ্য স্টার নিউজ ডেস্ক ,
নারায়ণগঞ্জে বৈষম্যাবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শামীম ওসমানের বাহিনীর সাথে অস্ত্র নিয়ে চাষাঢ়াএলাকায় ছাত্র জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সহ সভাপতি এস এম রানাকে (৪৫) গ্রেপ্তারকরেছে পিবিআই।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (পিবিআই) মোঃ মোস্তফা কামাল রাশেদ বিষয়টি নিশ্চিতকরেছেন তিনি জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে এস এম রানা ছাত্র জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করেছে। এসংক্রান্ত অনেক ছবি ও ভিডিও আমাদের হাতে এসেছে। ৫ আগষ্টের পর থেকেই রানা নারায়ণগঞ্জ ছেড়ে আত্মগোপনেছিলেন। বুধবার তাকে ঢাকা এয়ারপোর্ট এলাকা থেকে গ্রপ্তার করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।