ঢাকাSaturday , 22 February 2025
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে এনজিও কর্মকর্তা হত্যায় যুবকের যাবজ্জীবন

খান শুভ
February 22, 2025 3:03 pm
Link Copied!

আদালতে হাজিরের জন্য নেয়া হচ্ছে আসামিদের। ছবি: সংগৃহীত


দ্য স্টার নিউজ ডেস্ক ,

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো. সাজেদুর রহমান নামে এক এনজিও কর্মকর্তাকে গলা কেটে হত্যার মামলায় মো. হান্নান(৩২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাঅনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মামলায় অন্য দুই আসামিকে বেখসুর খালাস দেয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের জেলা দায়রা জজ মো. আবু শামীম আজাদ দণ্ডপ্রাপ্ত আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত মো. হান্নাননারায়ণগঞ্জের সোনারগাঁও উপিজেলার বারদী এলাকার শামসুদ্দিনের ছেলে।

এছাড়া নিহত মো. সাজেদুর রহমান ব্যুরো বাংলাদেশ এনজিওর সোনারগাঁয়ের বারদী শাখার পোগ্রাম অর্গানাইজার হিসেবেকর্মরত ছিলেন। মামলার বিবরণে জানা যায়,২০২০ সালের সেপ্টেম্বর ব্যুরো বাংলাদেশ নামে এনজিওর মাঠ কর্মকর্তাসাজেদুর রহমান কিস্তির টাকা আদায় করার জন্য উপজেলার মিস্ত্রীপাড়া এলাকার সামসুদ্দিনের বাড়িতে যান।

তখন সামসুদ্দিনের ছেলে আব্দুল হান্নানের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল হান্নান তার সহযোগীরাএনজিওর কর্মকর্তা সাজেদুর রহমানকে ধরে ঘরে নিয়ে যায় এবং জবাই করে হত্যা করে। ঘটনায় ওই প্রতিষ্ঠানেরতৎকালিন সোনারগাঁ বারদী শাখার  ব্রাঞ্চ ম্যানেজার বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন।সেই মামলার সাক্ষ্যগ্রহণ, উভয়পক্ষের যুক্তিতর্ক বিচারিক কার্যক্রম শেষে আদালত রায় প্রদান করেছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

রায়ের সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০২০ সালের সেপ্টেম্বর সোনারগাঁ থানার দায়ের করা একটি হত্যামামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সেই সঙ্গে আরও দুইজনকে খালাস দেয়া হয়েছে। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, রায়ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।