ঢাকাSunday , 23 February 2025
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে সাবেক ইউপি সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

খান শুভ
February 23, 2025 6:51 am
Link Copied!

ধামরাইয়ে ইউপি সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত তিন আসামি। ছবি: সংগৃহীত


নুর ইসলাম নিরব

স্টাফ রিপোর্টার

ঢাকার ধামরাই উপজেলায় স্ত্রীর সামনে সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ বাবুলকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করাহয়েছে। গ্রেপ্তারকৃত অনিক, শয়ন আয়নালের দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আজ রোববার সকালে ঢাকার ধামরাই থানা থেকে প্রিজনভ্যানে করে তাঁদের আদালতে পাঠানো হয়। এর আগে শনিবারবিকেল থেকে রাত পর্যন্ত মানিকগঞ্জের সিঙ্গাইর, ধামরাইয়ের কুল্ল্যা আশুলিয়া অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেধামরাই থানাপুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। ওসি জানান, গত শুক্রবার দুপুরে ধামরাইয়ের আকসির নগরে সরিষা মাড়াই করার সময় পূর্ব শত্রুতার জেরে সাবেক ইউপি মেম্বারমোহাম্মদ বাবুলকে তাঁর স্ত্রীর সামনে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করে।

এই ঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়েরকরেন। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অভিযান পরিচালনা করে , ১১ ১২ নম্বর আসামি অনিক, শয়ন আয়নালকেমানিকগঞ্জের সিঙ্গাইর, ধামরাইয়ের কুল্ল্যা এবং আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়। ওসি মনিরুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারকৃতদের দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেতাদের অভিযান চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।