ঢাকাSunday , 23 February 2025
আজকের সর্বশেষ সবখবর

ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী ও কিশোর গ্যাং সদস্যকে আটক করলো ট্রাফিক সার্জেন্ট

খান শুভ
February 23, 2025 12:01 pm
Link Copied!

দ্য স্টার নিউজ ডেস্ক ,

রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড মোড়ে সিগন্যালে দাঁড়ানো অবস্থায় ছুরি দিয়ে প্রাইভেটকারের গ্লাস ভেঙ্গে ছিনতাইয়েরচেষ্টাকালে দুই ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপির ট্রাফিকতেজগাঁও বিভাগের সার্জেন্ট মাহমুদুল ইসলাম আটককৃতদুই কিশোরের হেফাজত হতে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি ছুরি উদ্ধার করা হয়।

 শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর ০১:৪৫ ঘটিকায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ড মোড় হতে তাদের আটক করা হয়।ট্রাফিকতেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজ শনিবার মোহাম্মদপুর ট্রাফিক জোনের মোহাম্মদপুরবাসস্ট্যান্ড মোড়ে ট্রাফিক দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট মাহমুদুল ইসলাম।

দায়িত্ব পালনকালে দুপুর ০১:৪৫ ঘটিকায় আল্লাহ করিম মসজিদের উত্তর পাশে ,বাঁশ বাড়ি রাস্তার মাথায় প্রধান সড়কেএকটি সাদা রঙের AXIO প্রাইভেটকার সিগন্যালে দাঁড়ানো অবস্থায় ছিল। সময় কয়েকজন ছিনতাইকারী কিশোর গ্যাংসদস্য ছুরি হাতে উক্ত গাড়ির জানালা খুলতে জোর করে। চালক গাড়ির গ্লাস খুলতে অস্বীকৃতি জানালে তারা ছুরি দিয়েগাড়ির সামনের গ্লাসে আঘাত করে গাড়ির গ্লাস ভেঙে ফেলে এবং চালকের শার্টের কলার ধরে গাড়ি থেকে নামিয়ে পিঠে ছুরিদিয়ে আঘাত করে।

 বিষয়টি দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মাহমুদুল ইসলামের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উপস্থিতজনসাধারণের সহযোগিতায় দুজন ছিনতাইকারী কিশোর গ্যাং সদস্যকে আটক করেন।আটককৃত ছিনতাইকারী কিশোর গ্যাং সদস্য দুইজনকে ডিএমপির মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপ্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।