ঢাকাTuesday , 25 February 2025
আজকের সর্বশেষ সবখবর

তিন লক্ষ ৬৬ হাজার টাকার জালনোটসহ চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ

খান শুভ
February 25, 2025 12:57 pm
Link Copied!

নুর ইসলাম নিরব

স্টাফ রিপোর্টার,

রাজধানীর ভাটারা এলাকা থেকে তিন লক্ষ ৬৬ হাজার টাকার জালনোটসহ জালনোট বাজারজাতকারী চক্রের এক সক্রিয়সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ আলআমিন (২৪)

রবিবার (২৩ ফেব্রুয়ারি ) বিকেল :৩০ ঘটিকায় ভাটারা থানাধীন বসুন্ধরা রোডের যমুনা প্লাজার সামনে অভিযানপরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি বিকেল :৩০ঘটিকায়বিমানন্দর থানার রেলওয়ে স্টেশন এলাকা থেকে মামুন আহমদ (২৮) নামের একজনকে ১৯ হাজার ১০০ টাকারজালনোটসহ গ্রেফতার করা হয়।

সংক্রান্তে বিমানবন্দর থানায় একটি মামলা রুজু করা হয়। মামলাটি তদন্তকালে গ্রেফতারকৃত মামুনের দেওয়া তথ্যেরভিত্তিতে গতকাল ভাটারা থানাধীন বসুন্ধরা রোডের দক্ষিণ পশ্চিম পাশে যমুনা প্লাজার সামনে অভিযান পরিচালনা করেআলআমিনকে গ্রেফতার করা হয়। সময় তার হেফাজত হতে তিন লক্ষ ৬৬ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত আল আমিন জালনোট বাজারজাতকারী চক্রের সদস্য। আল আমিন জালনোটপ্রস্তুতকারীদের কাছ থেকে জালনোট সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতো। পরে গ্রেফতারকৃত মামুনসহ চক্রের সদস্যদেরমাধ্যমে জালনোটগুলো সরবরাহ করতো।

আসন্ন রোজা ঈদুল ফিতরকে কেন্দ্র করে তাদের বিপুল পরিমাণ জালনোট প্রস্তুত সরবরাহের পরিকল্পনা ছিল বলেপ্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। জালনোট প্রস্তুত বাজারজাত করার সাথে জড়িত চক্রের অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।