ঢাকাSaturday , 14 December 2024
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় নজরুল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি পরিবারের 

খান শুভ
December 14, 2024 10:21 am
Link Copied!

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর সুলতানপুর জমাজমির পূর্ব শত্রুতার জেরে নজরুল ইসলামকে কুপিয়ে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে গ্রামবাসী ও পরিবারের লোকজন। গত (২০ নভেম্বর) পূর্ব শত্রুতার জেরে নজরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে একই গ্রামের মো: আনোয়ার হোসেন তার ছেলে আব্দুল মানান,  মানিক হোসেন, সৌরভ হোসেন , মৃত সুকার এর ছেলে আনোয়ার হোসেন, পারভীন বেগম ও মোছাঃ তুহিন সহ জরিত সকল আসামীদের দ্রুত আটকে দাবী পরিবারের।

নজরুলের স্ত্রী সুলতানা খাতুন বলেন,  আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য প্রকাশ্য দিবালোকে হুমকিধামকি প্রদান করছেন। তাদের ভয়ে বাড়িতে থাকতে পারছিনা।নজরুলের বড় বোন রাশেদা বেগম জানান, আসামিরা দলবদ্ধ হয়ে বাসায় এসে হুমকি দিয়ে বলেছে দ্রুত তাদের সাথে আপোষ করতে না করলে বাসায় আগুন দিয়ে পুড়ে দিবে।প্রশাসনের কাছে দাবী করে বলেন,  তাদেরকে দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করা হোক। নজরুলের ছেলে সুইট বলেন, আমার বাবাকে পূর্ব পরিকল্পিত ভাবে আব্দুল মান্নান ও তার পরিবারের লোকজন হত্যা করেছে, তাদের থাকার জমি ছিল না, আমার বাবা জমিতে থাকতে দিয়েছে, এখন আমাদের জমি জোরপূর্বক দখল করতে চেয়েছে তারা আমার বাবা বাঁধা দেওয়ার কারনে তারা ঘঠনার দিন সকালে কয়েকটি আম গাছ কেটে ফেলে আমার বাবা বাঁধা দেওয়ার কারণে মাংস কাঁটার কাটারী দিয়ে বুকে কোপ দিয়ে হত্যা করে। মারা যাওয়ার পরেও আমার বাবার পায়ে লাঠি দিয়ে পিটিয়ে ভেঙ্গে ফেলা হয়েছে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, ঘটনা দিন আসামিকে গ্রেফতার করা হয়েছে, তার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য গত(২০ নভেম্বর) সকাল ৯.৩০ সময় উপজেলার দক্ষিণ সুলতানপুর শুটিকালিতলা এ হামলার ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যেতেই পথেই মারা যায় নজরুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।