ঢাকাWednesday , 18 December 2024
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের গণমাধ্যম সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ

খান শুভ
December 18, 2024 7:38 pm
Link Copied!

বাংলাদেশের গণমাধ্যম সংস্কারে ইউরোপীয় ইউনিয়ন প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে। মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) বিকালে তথ্য ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনে সৌজন্য সাক্ষাৎ করতে এসে ঢাকার ইউরোপীয় ইউনিয়ন হেড অভ্ ডেলিগেশন অ্যাম্বাসেডর মাইকেল মিলার এ কথা বলেন। গণমাধ্যম সংস্কার কমিশনের কাজের অগ্রগতি, পরিধি ও প্রক্রিয়া সম্পর্কেও তিনি আগ্রহ প্রকাশ করেন।

অপতথ্য, অপপ্রচার, সংবাদিকদের নিরাপত্তা, রাষ্ট্র কর্তৃক বিজ্ঞাপনের অপব্যবহার, রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচার মাধ্যম ও বেসরকারি সম্প্রচার মাধ্যমের আর্থিক ব্যবস্থা এবং ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্টতার স্বচ্ছতার বিষয়ে তিনি আলোচনা করেন। স্বাধীন ও শক্তিশালী প্রেস কাউন্সিল প্রতিষ্ঠায় ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর অভিজ্ঞতার কথাও তিনি তুলে ধরেন।

সাক্ষাৎকালে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, স্বাধীন সংবাদমাধ্যম প্রতিষ্ঠায় বিশ্বের বিভিন্ন দেশের সুচর্চা থেকে শিক্ষা নেওয়ার জন্য কমিশন প্রস্তুত।

সাক্ষাৎকালে ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অভ্ ডেলিগেশন ডা. বার্ন্ড স্প্যানিয়ার, কমিশনপ্রধান কামাল আহমেদ, কমিশনের সদস্য আখতার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান ও মোস্তফা সবুজ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।