ঢাকাMonday , 30 December 2024
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়া ঐতিহাসিক নূরানী কাফেলা সীরাতুন্নবী (সঃ) মাহফিল ৩১তম ২দিনব্যাপী সম্পন্ন

খান শুভ
December 30, 2024 4:11 pm
Link Copied!

চকরিয়া কক্সবাজার প্রতিনিধি

চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখস্থ ঐতিহ্যবাহী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নূরানী কাফেলার উদ্যোগে দুই দিনব্যাপী ৩১তম ঐতিহাসিক সীরাতুন্নবী (সঃ) মাহফিল নূরানী সীরাত ময়দানে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ও শনিবার (২৭ ও ২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব আলহাজ্ব হাফেজ আমান উল্লাহ (দ্বিতীয়দিন) এবং প্রথমদিন অধিবেশনভিত্তিক বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আ.ক.ম ছাদেক ও আলহাজ্ব মাওলানা মোক্তার আহমদ।
নূরানী কাফেলার সভাপতি সৈয়দ মুহাম্মদ রাসেল ও সেক্রেটারি মো. এহসানুল হকের সার্বিক তত্ত্বাবধানে সকল সদস্যদের সহযোগিতায় বিশাল মাহফিলে প্রধান অতিথি ছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী’র ছেলে মাওলানা শামীম সাঈদী। তিনি বলেন, সবখানে আজ অশান্তির দাবানল দাউ দাউ করে জ¦লছে। কোনখানে শান্তি নেই। মানুষের মাঝে ভালো না থাকার হতাশা বিরাজ করছে। শুধুমাত্র একটাই কারণ; আল্লাহর আইন দিয়ে বিচার কার্য পরিচালনা না করা। তাই আল্লাহর বিধান ছাড়া মানবরচিত আইন দিয়ে সমাজ ও রাষ্ট্রে কোনোভাবে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি উপস্থিত সকলকে সমাজ ও রাষ্ট্রে আল্লাহ ও রাসুলের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য ও নৈতিকতা সম্পন্ন আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী মো. আরিফুল কবির।
দুই দিনব্যাপি সীরাত মাহফিলে আলোচনা পেশ করেন দ্বিতীয়দিন মাওলানা আবুল কালাম আজাদ আজাহারী, মাওলানা ড. ফয়জুল হক, মাওলানা কুতুব উদ্দিন হেলালী এবং প্রথমদিন মাওলানা মনিরুল ইসলাম মজুমদার, মাওলানা আবদুল্লাহ আল নোমানী, মাওলানা হাফেজ মোজাহিদুল ইসলাম ও মাওলানা হাফেজ বশির আহমদসহ স্থানীয় সুপরিচিত ওলামায়ে কেরামগণ।
আয়োজক কমিটি নূরানী কাফেলার ব্যবস্থাপনায় শনিবার সকাল ৯টায় প্রথমবারের মতো মা-বোনদের নিয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শফিউল হক জিহাদী।
মাহফিলে আলোচনার ফাঁকে ফাঁকে ইসলামী সংগীত পরিবেশন করেন দেশের বরেণ্য কণ্ঠশিল্পী গীতিকার ও সুরকার শোয়াইব বিন হাবিবসহ প্রবাল শিল্পী গোষ্ঠীর সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।