ঢাকাTuesday , 7 January 2025
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার বিরুদ্ধে সৃষ্ট ঐক্য বিনষ্ট করলে দেশের ক্ষতি হবে : ইশরাক

খান শুভ
January 7, 2025 3:51 pm
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিসিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সৃষ্ট ঐক্য বিনষ্ট করলে দেশ জনগণের ক্ষতি হবে। ছবি : সংগৃহীত 


নুর ইসলাম নিরব

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিসিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সৃষ্ট ঐক্য বিনষ্ট করলে দেশ জনগণের ক্ষতি হবে।তিনি সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর সূত্রাপুরে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকাফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে একথাবলেন।

বিএনপি এই তরুণ নেতা বলেন, রোববার একজন বক্তার মুখে শুনলামএকদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্যবসে রয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ধরনের মন্তব্য করে ঐক্য বিনষ্ট করলে দেশ জনগণের ক্ষতি হবে।আমরা ১৬ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি, আরঐতিহাসিকভাবে এটি স্বীকৃত হয়ে থাকবে।

আমাদের হাজারহাজার ভাইয়েরা গুম হয়েছে, খুন হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে। মিথ্যা মামলায় বারবার জেলেগিয়েছে। আমাদের মতো এতো নির্যাতন অন্যকোনো দল সহ্য করেনি। অতএব কেউ যদি বলে খাবার জন্য অপেক্ষা করছি, তারা বোকার স্বর্গে বাস করছেন। আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনাএজন্য হয়তো আপনাদের মনে ক্ষোভ থাকতেপারে।

তবে এটাও ঠিক আপনারা কোনো দিন রাষ্ট্রক্ষমতায় যেতে পারেন নাই, যেতে পারবেনও না।প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার (জানুয়ারি) রাতে যশোরে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দেশের জনপ্রিয় ইসলামিবক্তা . মিজানুর রহমান আজহারি বলেছেন, ‘স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাইনি।

একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌমবাংলাদেশ। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।