ঢাকাThursday , 9 January 2025
আজকের সর্বশেষ সবখবর

সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

খান শুভ
January 9, 2025 3:30 pm
Link Copied!

ঘন কুয়াশার মধ‍্যে দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ছবি: সংগৃহীত


নিজস্ব প্রতিবেদক :- ময়মনসিংহের হালুয়াঘাটে সড়কে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায়এর দুই আরোহী নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকেউপজেলার ফায়ার সার্ভিস অফিসের সামনের সড়কে দুর্ঘটনা ঘটে। 

ঘটনায় নিহত আল আকসা (২৮) ময়মনসিংহ নগরীর দাপুনিয়া এলাকার বাসিন্দা। নিহত অপরজনের পরিচয় এখনোজানা যায়নি। 

গুরুতর আহত ফাহাদ মাহমুদ ফারাবী নগরীর সেনবাড়ী সানকিপাড়া এলাকার বাসিন্দা আবুল হাসেমের ছেলে।এ বিষয়েহালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ঘন কুয়াশার মধ‍্যে দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটিদাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরেছেন। ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।