সুনামগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৫ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
দিপা আক্তার
বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৫ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।গত বুধবার (৮ জানুয়ারি) রাতে সুনামগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি ইমন গনির (২৯) বাড়ি সুনামগঞ্জ সদর থানাধীন উত্তর আরপিননগর এলাকায়।
ডিবি সুনামগঞ্জের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল বাতেন জানান, সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।