ঢাকাTuesday , 14 January 2025
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় অস্ত্রসহ আটক ৩

খান শুভ
January 14, 2025 10:35 am
Link Copied!

কুমিল্লা জেলায় অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। ছবি: সংগৃহীত


দিপা আক্তার

বিশেষ প্রতিনিধি

কুমিল্লা জেলায় অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পযন্ত নগরীরঅশোকতলা রানীরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলেন অশোকতলা এলাকারজাকির হোসেন (৩৮), ফজলে রাব্বি (২৮) লিটন (৪২) পরে তাদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, তিন সন্ত্রাসীকে সেনাবাহিনী কোতয়ালী থানায়হস্তান্তর করেছে। সন্ত্রাসী জাকিরের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে, রাব্বির বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।সেনাবাহিনীর পাঠানোপ্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর ২৩ বীরের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাদমানের নেতৃত্বেজাকির হোসেনের বাড়িতে অভিযান চালায়।

সময় জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বাড়ির গ্যারেজের টিনশেড থেকে একটি .৬৫ মিমি পিস্তল উদ্ধার করাহয়। পরে জাকিরের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ বীরের দলটি রাতভর অভিযান চালিয়ে একই এলাকার লিটনকে (৪২) আটক করে।

সময় লিটনের কাছ থেকে আরেকটি .৬৫ মিমি পিস্তল, দুটি চাপাতি, দুটি চাইনিজ কুড়াল, একটি চাকু এবং পাঁচটিদেশীয় ছুরি উদ্ধার করা হয়।

এছাড়া মঙ্গলবার ভোর রাতে আদর্শ সদর সেনা ক্যাম্পের টহল দল সন্ত্রাসী ফজলে রাব্বি ওরফেপয়েন্ট রাব্বিকে আটককরে।

এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। ফজলে রাব্বির বিরুদ্ধে একাধিক সন্ত্রাসীকর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর গুলি চালানোর ঘটনায় তার সম্পৃক্ততার তথ্যওউঠে এসেছে। বর্তমানে তার বিরুদ্ধে ৭টি মামলা চলমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।