ঢাকাSunday , 19 January 2025
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩ জন

খান শুভ
January 19, 2025 10:58 am
Link Copied!

ছবি : সংগৃহীত 


নুর ইসলাম নিরব

স্টাফ রিপোর্টার

বান্দরবানের আলীকদমে ট্রাকমোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলারচৈক্ষ্যং ইউনিয়নের ৬নং তারাবুনিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেনমো. বেলাল (৩০), মো. মিনহাজ (১৮) ছৈয়দ আকব্বর (৪৫)

তারা সবাই আলীকদমে সদর ইউনিয়নের বাজার পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ স্থানীয়রা জানান, দুপুরে একটি ভাড়ায়চালিত মোটরসাইকেল নিয়ে দুই যাত্রী লামা থেকে আলীকদমের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথেলামাআলীকদম সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতিরএকটি পিকআপের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালকসহ দুই যাত্রী মারা যান।

আলীকদম থানার ডিউটি অফিসার এএস আই রনেশ বড়ুয়া বলেন, আলীকদম উপজেলার তারাবুনিয়া এলাকায়মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানাযাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।