ঢাকাSunday , 19 January 2025
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর যুবদল নেতা নুরুল আলম বহিষ্কার

খান শুভ
January 19, 2025 12:39 pm
Link Copied!

বহিষ্কৃত মো. নুরুল আলম। ছবি : সংগৃহীত


দ্য স্টার নিউজ ডেস্ক

ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল আলমকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় জেলা যুবদল সভাপতি রাজীব হোসেন দ্য স্টার নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।যুবদলের কেন্দ্রীয় সহদপ্তরসম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে নুরুল আলমের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, জেলা যুবদলের পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার সভায় তথ্য গোপন করে উপস্থিত হওয়া, দলীয় নির্দেশনাঅমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলমকেসংগঠনের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায় দল নেবে না।

যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিকভাবে তার সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।চিঠিতে আরওউল্লেখ করা হয়েছে, নুরুল আলমের কোনো কর্মকাণ্ডের দায় নেবে না যুবদল। ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিবহোসেন বলেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নেরনির্দেশক্রমে সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত একটি চিঠি পেয়েছি। জেলা যুবদলের যুগ্ম সাধারণসম্পাদক নুরুল আলমকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।