স্বামী–স্ত্রী মিলে করতেন মাদকের কারবার ইয়াবাসহ গ্রেপ্তাররা। ছবি : সংগৃহীত
আরিফ খান শুভ
বিশেষ প্রতিনিধি
সিলেটে বিপুল ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী–স্ত্রীকে গ্রেপ্তার করেছে র্যাব–৯। শনিবার (১৮ জানুয়ারি) ভোরেব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার খাটিহাতা এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৪৭৫ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করাহয়।বিষয়টি দ্য স্টার নিউজকে নিশ্চিত করেছেন র্যাব–৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল।
গ্রেপ্তাররা হলেন– সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মোহাম্মদপুর চৈলাখেল এলাকার মৃত আ. রশিদের ছেলেমো. শফিকুল ইসলাম (৪১) ও তার স্ত্রী সাবরিনা কায়সার লস্কর পাপিয়া (৩২)।
র্যাব–৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল দ্য স্টার নিউজকে বলেন, আমরা গোপন সংবাদেরভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান চালিয়ে ৯ হাজার ৪৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী–স্ত্রীকেগ্রেপ্তার করেছি। তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।