ঢাকাMonday , 20 January 2025
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-মস্কো সম্পর্ক আরও জোরদারে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত

খান শুভ
January 20, 2025 11:48 am
Link Copied!

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনেরসাথে দেখা করেছেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়


আরিফ খান শুভ

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশে রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন সমর্থন, সহযোগিতা অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপকরে বাংলাদেশের সঙ্গে সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তার দেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।পররাষ্ট্রমন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে পৃথক বৈঠকে রাষ্ট্রদূতপারস্পরিক স্বার্থ এবং দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন।

বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত খোজিন ভারত, নেপাল পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার অন্যান্যদেশে তার দায়িত্ব পালনের পর বাংলাদেশে আসার জন্য আনন্দ প্রকাশ করেন।খোজিন বলেন, আমি বাংলাদেশে এসে খুবইঅভিভূত।

আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে অবদান রাখতে পারা সম্মানের বিষয়।ঢাকায় পৌঁছানোর পরপরই রাশিয়ারঅর্থায়নে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের তাৎপর্য তুলে ধরেন রাষ্ট্রদূত। তিনি উল্লেখ করেন, এটিনিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প।

খোজিন খাদ্য নিরাপত্তা, কৃষি এবং জাহাজ নির্মাণসহ সহযোগিতার অন্যান্য সম্ভাব্য ক্ষেত্রগুলোর ওপরও জোর দেন।তিনিরাশিয়ায় কর্মসংস্থানের সুযোগের জন্য বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

খোজিন ২০২৪ সালের ৩০ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করার মাধ্যমে বাংলাদেশেআনুষ্ঠানিকভাবে তার নতুন দায়িত্ব শুরু করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।