ঢাকাMonday , 20 January 2025
আজকের সর্বশেষ সবখবর

চুরির মামলায় আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার

খান শুভ
January 20, 2025 3:15 pm
Link Copied!

গ্রেপ্তারকৃত .লীগের তিন নেতা। ছবি : সংগৃহীত 


নুর ইসলাম নিরব

স্টাফ রিপোর্টার

কুড়িগ্রামের রৌমারীতে চুরির মামলায় আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১৯ জানুয়ারি) সকালসাড়ে ১০টায় কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার (১৮ জানুয়ারি) রাতে বিভিন্ন এলাকায় বিশেষঅভিযান চালিয়ে .লীগের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

রৌমারী থানার এসআই আব্দুল আলিম খান বিষয়টি দ্য স্টার নিউজকে নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলারবন্দবের ইউনিয়নের খঞ্জনমারা গ্রাম ওয়ার্ডের .লীগের সদস্য বকুল হোসেন, রৌমারী সদর ইউনিয়নের যুবলীগ নেতামিষ্টার ইয়াং, .লীগের দোসর হিসেবে পরিচিত শামীম আহম্মেদ।

তবে গ্রেপ্তার জনের পরিবার মামলা প্রসঙ্গে অভিযোগ করে বলেন, বাদী বেলাল হোসেন মিথ্যা মামলা থানায় দায়েরকরেছেন। মামলাটি সঠিক তদন্ত না করে শুধু হয়রানির জন্য পুলিশ তাদের গ্রেপ্তার করেছেন বলে জানান।রৌমারী থানারএসআই আলিম খান বলেন, গত ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কার এমপি প্রার্থীআজিজুর রহমানের নির্বাচনী প্রচারণাকালে রৌমারী উপজেলার সুতির পারবেহুলারচর মাঝামাঝি এলাকায় ওতপেতেথেকে .লীগের জয় বাংলা স্লোগান দিয়ে লাঠি, লোহার রড দেশীয় অস্ত্রসহ নিবার্চনী কর্মী বেলাল হোসেনকে হত্যারউদ্দেশ্যে মারপিট, জখম, চুরি, ক্ষতিসাধনের হুমকির অপরাধের অভিযোগ ওঠে।

তিনি বলেন, পরে ভুক্তভোগী বেলাল হোসেন বাদী হয়ে থানায় এজাহারে ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও১০০১৫০ জনের নামে আসামি করে মামলা করেন। মামলায় জন এজাহারনামীয় .লীগ নেতা বকুল হোসেন, দোসর হিসেবে শামীম আহম্মেদ এবং তদন্তপ্রাপ্ত হয়ে অজ্ঞাত আসামি যুবলীগ নেতা মিষ্টার ইয়াংকে গ্রেপ্তার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।