ঢাকাTuesday , 21 January 2025
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ নেতার বাড়িতে চলছিল গোপন বৈঠক

খান শুভ
January 21, 2025 3:12 pm
Link Copied!

গোপন বৈঠকের অভিযোগে জনকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত 


নুর ইসলাম নিরব

স্টাফ রিপোর্টার

জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানুর বাড়ি থেকেগোপন বৈঠক করার অভিযোগে জনকে আটক করেছে পুলিশ।সোমবার (২০ জানুয়ারি) রাতে পৌর এলাকার পাথালিয়াএলাকায় মেয়র ছানুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেনপাথালিয়া পশ্চিমপাড়া এলাকার আক্রাম হোসেন, আব্দুল মান্নান, মাহমুদুর রহমান, আব্দুল মজিদ, পাথালিয়া গুয়াবাড়ি এলাকার মো. হেলাল উদ্দিন, পাথালিয়া মধ্যপাড়া এলাকার মেয়র ছানুর অফিস সহকারী মো. রাশেদুল ইসলাম, কম্পপুর মধ্যপাড়া এলাকার মো. শামীম এবং বসাকপাড়া এলাকার বিজয় চন্দ্র।

আটকদের স্বজনদের দাবি, ওই ব্যক্তিরা কাজ করতে আওয়ামী লীগ নেতা ছানুর বাড়িতে গিয়েছিল। অফিস সহকারীরাশেদুল ইসলাম মাসিক বেতনে চাকরি করলেও বাকিরা বেশিরভাগ দৈনিক মজুরিতে কাজ করতেন।জামালপুর সদর থানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক দ্য স্টার নিউজকে জানান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণসম্পাদক এবং পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর পাথালিয়ার বাড়িতে গোপন বৈঠক করছেন এমনসংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

নাশকতার উদ্দেশ্যে তারা গোপন বৈঠক করেছেন কি না, তা যাচাইয়ের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।