ঢাকাWednesday , 22 January 2025
আজকের সর্বশেষ সবখবর

দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করার সময় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

খান শুভ
January 22, 2025 1:22 pm
Link Copied!

নুর ইসলাম নিরব

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুর ১০ নং গোলচত্বর এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ অর্থ মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার সময়দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর মডেল থানা পুলিশ।গ্রেফতারকৃতরাহলো১। মোঃ ফারুক গাজী (২৫) ২। মোঃ সিদ্দিক (১৯) গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজেব্যবহৃত একটি ধারালো চাকু, একটি স্টিলের পাইপ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (২০ জানুয়ারি ) রাত :৫০ ঘটিকায় মিরপুর ১০ নং গোলচত্বর এলাকার আল বারাকা হোটেলের সামনে থেকেছিনতাই করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়।মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার রাত :৩০ ঘটিকায়জনৈক শাহরিয়ার নাজিম আলভী (১৮) নামের একজন ছাত্র বই কেনার জন্য মিরপুর ১০ নং গোলচত্বরের আল বারাকাহোটেলের সামনে যায়।

আলভী সেখানে পৌঁছামাত্র গ্রেফতারকৃতরাসহ আজ্ঞাতনামা আরো / জন ধারালো চাকু লোহার পাইপ দিয়ে ভয়দেখিয়ে তার কাছ থেকে মোবাইল ফোন নগদ অর্থ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। সে বাঁধা দিলে দুস্কৃতকারীরা তাকে আঘাতকরে তার কাছে থাকা নগদ ৪৫০০ টাকা একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় তার চিৎকারে মিরপুরমডেল থানা পুলিশের টহলটিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং ফারুক সিদ্দিককে হাতেনাতে গ্রেফতার করে।

সময় তাদের সাথে থাকা / জন ছিনতাইকারী কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারের সময় তাদের দেহ তল্লাশী করে একটিধারালো চাকু, একটি স্টিলের পাইপ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঘটনায় ভিকটিমের মাতার অভিযোগেরভিত্তিতে মিরপুর মডেল থানায় গ্রেফতারকৃতরাসহ অজ্ঞাতনামা আরো / জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলারুজু করা হয়েছে।

মিরপুর মডেল থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয়দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো বলে প্রাথমিকজ্ঞিাসাবাদে স্বীকার করেছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।