ঢাকাThursday , 23 January 2025
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুতে হাত-পা হারানো এক শিশুকে ১০ লাখ টাকা দিতে হাইকোর্টের নির্দেশ

খান শুভ
January 23, 2025 3:10 pm
Link Copied!

দ্য স্টার নিউজ ডেস্ক

পল্লী বিদ্যুতের লাইনে বিদ্যুতায়িত হয়ে ডান হাত ডান পা হারানো শিশু রাকিবুজ্জামানের চিকিৎসায় জরুরি আর্থিকসহায়তা হিসেবে ৩০ দিনের মধ্যে ১০ লাখ টাকা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রধান বিদ্যুৎ পরিদর্শকের প্রতি এই নির্দেশ দেয়া হয়েছে।এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্টডিভিশন বেঞ্চ বুধবার (২২ জানুয়ারি ) এই আদেশ দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মুহম্মদ তারিকউল ইসলাম ফরিদ হাসান মেহেদী। আর রাষ্ট্রপক্ষেছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ, শফিকুর রহমান সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।রিট আবেদনকারী পক্ষের দাবি সাতক্ষীরার আশাশুনি থানার প্রতাপনগরের মো. আবদুর রাজ্জাকের বসতবাড়ির ওপর দিয়েনকশা বহির্ভূত ভাবে টানা বিদ্যুতের লাইনে ২০২১ সালের মে বিদ্যুতায়িত হয় সাত বছরের ছেলে শিশু রাকিবুজ্জামান।

এতে শিশুটির হাড়মাংস ঝলসে যায়। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ১২ মেশিশুটির ডান হাত বগল থেকে ডান পা হাঁটু থেকে নিচের অংশ কেটে ফেলা হয়।

ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে ২০২১ সালের ২৫ মে শিশুটির বাবা সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিসহ সংশ্লিষ্টদের কাছে ক্ষতিপূরণ যথাযথ ব্যবস্থা নিতে আবেদন করেন। সেই আবেদন কোনো পদক্ষেপ না নেয়ায় শিশুটির অঙ্গহানির ঘটনায় ১০০ কোটিটাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে ২০২১ সালের নভেম্বর শিশুটির বাবা হাইকোর্টে রিট করেন।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের নভেম্বর হাইকোর্ট রুল জারির পাশাপাশি শিশুটির কী কী চিকিৎসার প্রয়োজনএবং এর সম্ভাব্য ব্যয় জানিয়ে প্রতিবেদন দাখিল করতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালকের প্রতিনির্দেশ দেন। ওই নির্দেশ অনুসারে ইনস্টিটিউটের পরিচালক ২০২১ সালের ডিসেম্বর প্রতিবেদন দাখিল করেন। যেখানেসর্বমোট খরচ নির্ধারণ করা হয় কোটি ৬৩ লাখ ৬৯ হাজার ১৮২ টাকা।

একপর্যায়ে শিশুটির চিকিৎসায় জরুরি আর্থিক সহায়তা হিসেবে ১০ লাখ টাকা দিতে নির্দেশনা চেয়ে জানুয়ারি সম্পূরকআবেদন করেন শিশুটির বাবা।আবেদনের শুনানি শেষে আদেশ দেয় উচ্চ আদালত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।