ঢাকাSaturday , 25 January 2025
আজকের সর্বশেষ সবখবর

দুদকের মামলা : সাবেক এমপি মিজান কারাগারে

খান শুভ
January 25, 2025 1:57 pm
Link Copied!

মিজানুর রহমানকে আদালতে তোলা হচ্ছে। ছবি : সংগৃহীত


দিপা আক্তার

বিশেষ প্রতিনিধি

দুদকের করা মামলায় খুলনা আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেনআদালত।বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত এর বিচারক মুহাং আবু তাহের আসামির জামিনবাতিল করে আদেশ দেন।

এদিন মামলাটিতে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। এসময় আসামি আদালতে হাজিরা দিতে এলে আদালতআসামির জামিন বাতিল করে কারাগারে পাঠান। একইসাথে মামলার রায় ঘোষণার জন্য আগামী ৩০ জানুয়ারি দিন ধার্যকরেন বিচারক।

সংশ্লিষ্ট আদালতের অফিস সহকারী মো. রাজীব ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। মামলার সূত্রে জানা যায়, ২০১৯সালের আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে দুদকের সমন্বিত ঢাকা জেলাকার্যালয় মামলাটি দায়ের করেন সংস্থাটির পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ।মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ২৩আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি।

অভিযোগপত্রে আসামির বিরুদ্ধে কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ২০ লাখটাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।