ঢাকাSunday , 26 January 2025
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক, পিকআপসহ বিভিন্ন ফলের দোকান থেকে চাঁদা আদায়; আদায়কৃত টাকাসহ চিহ্নিত চাঁদাবাজ সোহাগকে গ্রেফতারকরেছে কোতয়ালী থানা পুলিশ

খান শুভ
January 26, 2025 12:28 pm
Link Copied!

দ্য স্টার নিউজ ডেস্ক’

রাজধানীর ওয়াইজঘাট এলাকায় ট্রাক, পিকআপসহ বিভিন্ন ফলের দোকান থেকে চাঁদা আদায়ের অভিযোগে আদায়কৃতটাকাসহ চিহ্নিত চাঁদাবাজ মোঃ নাজিম উদ্দিন সোহাগ (৩৪)কে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১১:৩০ ঘটিকায় ওয়াইজঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।কোতয়ালী থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে থানার একটি টহল টিম সংবাদ পায়, ওয়াইজঘাট এলাকায় কতিপয়চাঁদাবাজ ভয়ভীতি দেখিয়ে ট্রাক, পিকআপসহ বিভিন্ন দোকান ফলের থেকে অবৈধভাবে প্রকাশ্যে চাঁদা আদায় করছে।

এমন সংবাদের ভিত্তিতে রাত ১১:৩০ ঘটিকায় থানার টহল টিম সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোরচেষ্টাকালে নাজিম উদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ট্রাক, পিকআপসহ বিভিন্নফলের দোকান থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত মোট এক হাজার তিনশত টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত নাজিম উদ্দিন বেশ কিছুদিন যাবৎওয়াইজঘাট এলাকায় ট্রাক, পিকআপসহ বিভিন্ন ফলের দোকান হতে ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে প্রকাশ্যে চাঁদা আদায়করে আসছিলো।গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার নিবিড় তদন্ত অব্যাহতরয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।