ঢাকাSunday , 26 January 2025
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ ফেরত আসলে ফ্যাসিবাদ ফেরত আসবে : উপদেষ্টা মাহফুজ আলম

খান শুভ
January 26, 2025 2:47 pm
Link Copied!

শনিবার চাঁদপুরে বক্তব্য দেন উপদেষ্টা মাহফুজ আলম। ছবি : সংগৃহীত


আরিফ খান শুভ

বিশেষ প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যদি আওয়ামী লীগ আবার ফেরত আসে তাহলে আবারো ফ্যাসিবাদফেরত আসবে।

শনিবার (২৫ জানুয়ারী ) চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্রজনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি কথা বলেন।উপদেষ্টা বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের সকল গণতান্ত্রিকঅভিযাত্রাকে নস্যাৎ করার অপচেষ্টা চালিয়েছে।

বাকশাল প্রতিষ্ঠার পূর্বে বিরোধীদলীয় কয়েক হাজার মানুষ গুম খুনের শিকার হন।উপদেষ্টা বলেন, বাংলাদেশবিরোধী, আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

মাহফুজ আলম বলেন, বিএনপি, ‎জামায়াত নির্বিশেষে যত রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, শ্রমিক, নারী, আলেমওলামাআছেন সবাইকে নিয়ে একটি ইনসাফের বাংলাদেশ গঠন করব। যারা বাংলাদেশপন্থীতাদের নিয়ে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ারমধ্য দিয়েপজিটিভ একটি বাংলাদেশে প্রতিষ্ঠা করব।

বাংলাদেশেরজনগণকে নিয়ে বৈষম্যহীন ইনসাফমূলক একটিশাসনব্যবস্থাকায়েম করব।

সরকারের অগ্রাধিকারের বিষয় নিয়ে মাহফুজ আলম বলেন, ‘আমাদের সরকারের অগ্রাধিকার রয়েছে খুনিদের বিচার করা।গুমখুনধর্ষণের বিচার করা এবং সংস্কার করা। অবশ্যই বাংলাদেশপন্থী সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি সুষ্ঠুনির্বাচন বাংলাদেশকে উপহার দেওয়া।

যেটি গত ১৬ বছরে সম্ভব হয়নি।এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বৈষম্যবিরোধী আন্দোলনে হাজীগঞ্জের চারজন শহিদেরআত্মার মাগফেরাত কামনা করেন। উপদেষ্টা মাহফুজ আলমের আগমন উপলক্ষে জেলার হাজীগঞ্জশাহরাস্তিতে তোরণনির্মাণ করা হয়।

উপদেষ্টাকে স্থানীয় নাগরিক কমিটির নেতারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, ইসলামী আন্দোলন ছাত্রজনতার পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা জানানো হয়।এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসশীল, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহীউদ্দীন ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, চাঁদপুর নাগরিককমিটির নেতারা, ইসলামী ছাত্র আন্দোলনের অসংখ্য নেতাকর্মী ছাত্রজনতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।