ঢাকাSunday , 26 January 2025
আজকের সর্বশেষ সবখবর

চাঞ্চল্যকর মন্টু হত্যা মামলার অন্যতম আসামি সাইদুলকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে ভাষানটেক থানাপুলিশ

খান শুভ
January 26, 2025 3:28 pm
Link Copied!

নুর ইসলাম নিরব

স্টাফ রিপোর্টার

মিরপুরের বেনারশি পল্লী থেকে চাঞ্চল্যকর আলাউদ্দিন মন্টু হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ সাইদুল (২৩) কেবিদেশি পিস্তল গুলিসহ গ্রেফতার করেছে ডিএমপির ভাষানটেক থানা পুলিশ।

শনিবার (২৬ জানুয়ারি) রাত ০০:৪৫ ঘটিকায় মিরপুরের বেনারশি পল্লী মসজিদ সংলগ্ন মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। সময় সাইদুলের হেফাজত থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।ভাষানটেকথানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মন্টু হত্যা মামলার এজাহারনামীয় আসামিসাইদুল আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় প্রবেশ করেছে।

পল্লবীর চাঞ্চল্যকর ‘ব্লেড বাবু’ হত্যাকাণ্ডের অন্যতম আসামি ‘কুত্তা রাব্বি’ গ্রেফতার


এমন
তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল বেনারশি পল্লী মসজিদ সংলগ্ন মাঠে সাঁড়াশি অভিযান পরিচালনাকরে সাইদুলকে গ্রেফতার করে। সময় সাইদুলের পরিহিত প্যান্টের পকেট হতে একটি ম্যাগাজিন দুই রাউন্ড তাজাগুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সাইদুলের বিরুদ্ধে ভাষানটেক থানায় অস্ত্র আইনে আরওএকটি মামলা রুজু করা হয়েছে।

প্রসঙ্গত, পূর্ব শত্রুতা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত (৩১ ডিসেম্বর) রাতে আলাউদ্দিন মন্টু (২২) নামের একযুবককে রাম দা দিয়ে কুপিয়ে পিস্তল দিয়ে গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনায় গত জানুয়ারি ২০২৫ খ্রি. আলাউদ্দিনের স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০১৫ জনের বিরুদ্ধে ডিএমপিরভাষানটেক থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।

গ্রেফতারকৃত সাইদুল মামলার ১৭নং এজাহারনামীয় আসামি।গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণপ্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযানে অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।