সোমবার (২৭ জানুয়ারি ) রাতে গুলশানের দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিরজরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
নুর ইসলাম নিরব
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি ) রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।রাত ৮ টা ৪০ মিনিটে শুরু হয়ে ১০ টা ২০ মিনিটে বৈঠক শেষ হয়।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যের লন্ডন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে এ বৈঠকে সভাপতিত্ব করেন।বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমিরখসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান ও হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।