দিপা আক্তার
বিশেষ প্রতিনিধি
রাজধানীর উত্তরা–পশ্চিম থানা এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে বিদেশী মদ উদ্ধারসহ চার মাদক কারবারিকেগ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা–পশ্চিম থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো–১। ইমরান সানি শিকদারওরফে কনডম সানি (৩০), ২। মেহেদী সাদী (৩৮), ৩। মোঃ ওয়ারিশ (৩৬) ও ৪। আফতাবুজ্জামান মমিন (৪০)।গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
আজ সোমবার (২৭ জানুয়ারি ) রাত ০২:০৫ ঘটিকায় উত্তরা ১২ ও ১৩ নং সেক্টরের মোড় গাউছুল আযম এভিনিউর সামনেউত্তরা–পশ্চিম থানা পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ চেকপোস্টে তাদেরকে গ্রেফতার করা হয়।উত্তরা–পশ্চিম থানা পুলিশসূত্রে জানা যায়, সোমবার রাতে থানা পুলিশ উত্তরা ১২ ও ১৩ নং সেক্টরের মোড় গাউছুল আযম এভিনিউর সামনে বিশেষচেকপোস্ট পরিচালনা করে। রাত ০২:০৫ ঘটিকায় ইমরান, মেহেদী, ওয়ারিশ ও আফতাবুজ্জামানের গতিবিধি সন্দেহজনকমনে হলে তাদেরকে চেকপোস্টে থামায় পুলিশ।
এরপর তাদের কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদেরবিরুদ্ধে উত্তরা–পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।গ্রেফতারকৃতদেরকে উত্তরা–পশ্চিমথানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।