যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি জাকির হোসেন। ছবি : সংগৃহীত
নুর ইসলাম নিরব
স্টাফ রিপোর্টার
বগুড়ায় ১৬ মাস বয়সী শিশু হুমায়রা খাতুনকে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গেতাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৮ জানুয়ারি) বগুড়ারপ্রথম অতিরিক্ত দায়রা জজ ইফতেখার আহমেদ এ রায় দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম জাকির হোসেন। তিনি বগুড়ারশেরপুর উপজেলার উচুলবাড়িয়া গ্রামের ইদ্রিস আলী পোদ্দারের ছেলে।
রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপিআরাফাত খাতুনে জান্নাত নীলা।মামলার বিবরণে জানা যায়, জাকিরের আগেও একটি মেয়ে সন্তান রয়েছে। পরে আরওএকটি মেয়ে হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর রাতে ১৬ মাসের শিশু মেয়ে হুমায়রা খাতুনকে বাড়ির বাইরেনিয়ে গিয়ে গলা টিপে হত্যা করে পাশের এক ডোবার পানিতে ফেলে দেয়।
পরে তার স্ত্রী রাবেয়া খাতুন মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কোনো সদুত্তর দিতে পারেনি। বাড়ির লোকজন তাকে আটককরে জিজ্ঞাসাবাদ করলে সে মেয়ে হত্যার কথা স্বীকার করে। এ ঘটনায় তার স্ত্রী রাবেয়া খাতুন বাদী হয়ে জাকিরের বিরুদ্ধেহত্যা মামলা দায়ের করলে সেই মামলায় অভিযুক্ত জাকিরের সাজা হলো।