ঢাকাThursday , 30 January 2025
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীসহ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে দুদকের মামলা

খান শুভ
January 30, 2025 1:13 pm
Link Copied!

সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ছবি : সংগৃহীত


দ্য স্টার নিউজ ডেস্ক ,

জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে বরগুনা আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রদেবনাথ শম্ভু তার স্ত্রী মাধবী সরকারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

বুধবার (২৯ জানুয়ারি ) দুদকের উপপরিচালক জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এক ব্রিফিংয়ে জানান, সংস্থারসহকারী পরিচালক মো. রুহুল হক দুদকের জেলা কার্যালয়, ঢাকা মামরা দুটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখকরা হয়, দায়িত্বশীল পদে থেকে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ কোটি ৪১লাখ ২০ হাজার ১২৫ টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখা এবং নিজ নামে ১৬টি ব্যাংকহিসাবে মোট ৪১ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৭০২ টাকার অস্বাভাবিক সন্দেহজনক লেনদেন করে এই টাকা হস্তান্তর, রূপান্তর স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এই অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪এর ২৭() ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২এর() () ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের () ধারায় একটি মামলা করা হয়। ধীরেন্দ্র দেবনাথশম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি দায়ের করা হয়েছে।

এই মামলায় ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে সহযোগী আসামী করা হয়েছে।এই মামলার এজাহারে উল্লেখ করা হয়, ধীরেন্দ্র দেবনাথশম্ভুর স্ত্রী মাধবী দেবনাথ পারস্পরিক যোগসাজসে অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য, তারস্বামী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ক্ষমতার অপব্যবহার করে প্রভাব খাটিয়ে আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সাথেঅসঙ্গতিপূর্ণ কোটি লাখ ৪১ হাজার ৪০৪ টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন।

তিনি নিজ নামে ৭টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক সন্দেহজনকভাবে মোট কোটি ৪৫ লাখ ৬১ হাজার ২৭৮ টাকারলেনদেন করে উক্ত টাকা হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনআইন, ২০০৪ এর ২৭() ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর () () ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতিপ্রতিরোধ আইনের () দন্ডবিধির ১০৯ ধারায় একটি মামলা দায়ের করা হয়।

এদিকে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে সুনাম দেবনাথ তার পিতার ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সাথেঅসঙ্গতিপূর্ণ ৯৬ লাখ ৫৮ হাজার ৪৪৩ টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখা, সুনামদেবনাথের স্ত্রী কাসপিয়া তালুকদার তার স্বামী সুনাম দেবনাথ শ্বশুর ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ক্ষমতার প্রভাব খাটিয়ে আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৪৯ লাখ ৮৮ হাজার ৪০০ টাকার সম্পদ অর্জন করেছেন।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মেয়ে শুক্লা দেবনাথ তার পিতা ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ক্ষমতার প্রভাব খাটিয়ে আর্থিক সহায়তায়জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬৮ লাখ ৯১ হাজার টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলেরেখেছেন।বিধায় সম্পদের সঠিক হিসাব প্রদানের লক্ষ্যে এই তিন জনের নামে সম্পদ বিবরনীর আদেশ জারির সুপারিশ করাহয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।